রবিবার, ২৯ মার্চ, ২০২০

কখনো হতাশ হবেন না

কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা-ভাবনা করে শুধু এক ধরনের পাগলামিই দেখাতে পারে- যে পাগলামি বর্তমান জীবন-যাপন করার  বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেয়ার মতো এক ধরনের রোগ। জীবনে কোন কিছু পাবার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। আর কোন মতে অতীতের গঠনাকে কেন্দ্র করে বসে থাকলে চলবে না। অতীতের দুঃস্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার মিছে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব থেকে নিজেকে রক্ষা করুন। অতীত ও অতীতের ঘটনাবলি নিয়ে অনবরত চিন্তা-ভাবনা করে অাপনি নিজেকে এক অতি ভয়ংকর ও শোচনীয় মানসিক অবস্থার উপনীত করবেন।  পৃথিবীর সবকিছুই সম্মুখপানে এগিয়ে  চলছে। একটি নতুন মাসের জন্য প্রস্তুত হচ্ছে-আপনাকেও তাই করতে হবে। আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন