৪। কখনো স্বপ্ন দেখা আর পরিশ্রম করা ছাড়বে না।
সাময়িক ব্যর্থতা আসতেই পারে, এর মানে এই না যে তুমি তোমার স্বপ্নকে শেষ করে দিবে। একভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে অন্যভাবে করবে। হুম, অনেক সময় ব্যর্থতা এমন হয় যে এর ফলে স্বপ্ন বাস্তবায়ন করা আর সম্ভব হয়না। কিন্তু একটা রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখন প্রকৃতি নিজেই অন্য আরেকটা রাস্তা খুলে দেয়।Forrest Gump ছবিটাতে একটা ডায়ালগ আছে, “Life was like a box of chocolates, you never know what you’re gonna get.” বাস্তবেই কিন্তু তুমি জান না যে জীবনে সামনের দিকে তোমার জন্য কি রাখা আছে। তাই তোমার কাজ হবে লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম করে যাওয়া।
৫।নিজের উপর রাগ করে তা অন্যের কিংবা নিজের উপর ঝাড়বে
না।
মানুষের একটা খুবই সাধারণ স্বভাব হচ্ছে কোনো কিছুতে ব্যর্থ হলে নিজের উপর রেগে গিয়ে
Self Harm করে আর তা না পারলে অনেক কাছের মানুষদের উপর রাগ ঝাড়ে। মনে রাখবে একটা ভাঙ্গা গ্লাস জোড়া দিলেও কিন্তু দাগ থেকে যায়। এই যে, ছাত্র জীবনের ব্যর্থতাগুলো, এগুলো সময়ের সাথে সাথে দেখবে আর তোমাকে তাড়া করছে না কিন্তু এরজন্য কাছের মানুষগুলোর সাথে যে দুর্ব্যবহার করলে তার জন্য অনুশোচনা কিংবা নিজের হাতে যে আঁচড়গুলো দিলে সেই দাগগুলো কিন্তু সাময়িক না। মনে রাখবে, সময় বদলাবে, জীবন বদলাবে কিন্তু কাছের মানুষগুলোই কিন্তু শেষ পর্যন্ত তোমার সাথে থেকে যাবে।
ব্যর্থতা নিয়ে আমাদের মাঝে সবচেয়ে প্রচলিত উক্তিটি হচ্ছে, “Failure is the pillar of success” ব্যর্থতা আর সফলতার মাঝে কিন্তু ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অপ্রাহ উইনফ্রে, স্টিভেন স্পিলবার্গ, থমাস আলভা এডিসন, আলবার্ট আইন্সটাইন, আব্রাহাম লিঙ্কন, এলভিস প্রিসলি, বিল গেটস, আমাদের সবার প্রিয় ওয়াল্ট ডিজনি ও জে.কে রাওলিং এছাড়াও আরো অনেক সফল মানুষ কিন্তু পদে পদে ব্যর্থ হয়ে এই পর্যন্ত এসেছেন আর এদের ব্যর্থতাগুলোর সামনে কিন্তু ছাত্রজীবনের এই ব্যর্থতাগুলো কিছুই না! আচ্ছা, এমন কোনো বিখ্যাত মানুষ কি আছেন যিনি একবারও ব্যর্থ না হয়েই বিখ্যাত হয়েছেন? অবশ্যই না! তো এরা যদি পারে তবে তুমি পারবে না কেন? আর সবশেষে এই বলব যে, জীবনে সবকিছু পজিটিভলি নেয়ার চেষ্টা করবে। আজকে তুমি ব্যর্থ হয়েছো, এর মানে নিশ্চয়ই তোমার সামনে ভাল কিছু রয়েছে, হয়ত এই ব্যর্থতাই তোমার জন্য ‘শাপে বর’। আর নিজেকে কখনো আন্ডারেস্টিমেট করবে না এবং কাউকে করার সুযোগও দিবে না… কেউ যদি কখনো করেও ফেলে, তখন মনে মনে কামিনী রায়ের কবিতা আওড়াবে,
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।