শিক্ষা জাতির মেরুদণ্ড

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

S.S.C SUGGESTION 2017


শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

স্বপ্ন জয়ের কথা

.

  স্বপ্ন জয়ের কথা

পৃথিবীর প্রতিটি মানুষই অফুরন্ত সম্ভাবনা নিয়ে জম্ম গ্রহন করে। মানুষের শারীরিক শক্তিই বড় না। মনের শক্তিই সবচেয়ে বড়। প্রতিটি মানুষের কল্পনায় থাকে নিজেকে কিভাবে উজ্জবিত করবে। আর মানুষের আত্নবিশ্বাসই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর একবার সফল হলে এ সাফল্যই তাকে আরও সাফল্য এনে দেয়। আর বিশ্বাসের বলে অসম্ভবও সম্ভব হয়। মানুষ যখন বিশ্বাস করল  যে পারা যায় তখন রেকর্ড ভাঙ্গার স্থাপন হিড়িক পড়ে যায়। আত্নবিশ্বাস হল এমন এক বস্তু যা প্রত্যেকের মধ্যেই  আছে। কারও ভেতর সুপ্ত হয়ে আছে আবার কারো মধ্যে তা টগবগ করে ফুটছে। অনেকের মধ্যে আত্নবিশ্বাস তত প্রবল থাকে না। তাদের কে আত্নবিশ্বাস জাগিয়ে দিলে তারা পৃথিবীতে েইতিহাস স্থাপন করতে পারে। পৃথিবীতে অনেক মানুষকে দেখলে বলা হয়ে ছিল তাদের দিয়ে কোন কাজ হবে না। যেমন:- উইন্সটন ও আইনস্টানকে দেখে তার শিক্ষকরা বলে ছিলেন এদের দিয়ে কিছুই হবে না। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস্ যখন কলেজ ড্রপ আউট করেছিলেন তখন তার শিক্ষকেরা ভেবেছিল ছেলেটা গোল্লায় গেল। পরবর্তীতে তারা তাদের  আত্নবিশ্বাসের বলেই সফল হয়েছেন। রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারলনা। লালন তো বুঝলইনা স্কুল কি? আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষনা করে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করছে। স্টিভ জবস প্রতি রবিবার ভাল খাবারের অাশায় সাত মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন। বাংলাদেশের ব্যাংকের সাবেক গর্ভনর ড.আতিউর রহমান বাজার থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন এবং তাদের গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন। কোনো কিছুই কানো উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। তবে যদি কোন কিছুই বাঁধা হয়ে দাঁড়ায় তাহলে তার ভিতরে থাকা  নিজের ভয়। আর যে এই ভয়কে জয় করতে পারে অার সে হয় বিজয়ী। ভারতের কিং খান নামে খ্যাত শারুখ খান বলেছেন, সফলতা আমাকে জুগিয়েছে আত্নবিশ্বাস আর বিফলতা ব্যর্থতা আমাকে এনে দিয়েছে প্রেরণা এগিয়ে যাওয়ার পথ। যাতে করে এই পৃথিবীটাকে অবলোকন করতে পারি। সবকিছুই যখন মনে হবে শেষ হয়ে গেছে, তখন শূণ্য থেকে শুরু করবে, আর আত্নবিশ্বাসকে চাঙ্গা করে নিবে, তখন দেখবে জীবনের প্রতিটি দর্শণ। বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন আমার সকল আবিস্কারের কারণ আমার মেধা বা প্রতিভা নয়,বহু বছরের কষ্টার্জিত প্ররিশ্রম  নিরবিচ্ছিন্ন সাধনা। এসবের ফলেই অামি আমার জীবনকে সার্থক করেছি। যা যখন আমার সামনে এসেছে এবং যখন আমার মনে যখন কোন ভাবনা উদয় হয়েছে তারই শুধু মীমাংসা আমি বছরের পর বছর ব্যস্ত থাকতাম। সম্পূর্ন অজানা অস্পষ্টতা থেকেই ধীরে ধীরে আমি স্পষ্টতার ভেতর উপস্তি হয়েছি। মহান বিজ্ঞানী নিউটন আবার শেষ জীবনে বলেছেন জ্ঞান সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে কেবল ধূলা বালি নাড়াচাড়া করেছি। অন্তত সমুদ্রে নেমে কিছুই দেখা হয়নি। তাহলে মেধা বা প্রতিভা  কি? ভলতেয়ার বলেছেন, মেধা বা প্রতিভা বলে কিছু নেই। পরিশ্রম কর, সাধনা কর, প্রতিভাকে গ্রাহ্য করতে পারবে। বালক নজরুল যখন আসানসোলের রুটির দোকোনে ময়দা মাখতেন তখন কি কেউ জানত এই বালক কোন একদিন বাংলাদেশ নামের একটি দেশের জাতীয় কবির মর্যাদা  পাবেন। জগৎ সংসারে ‍সত্যিকার অর্থে প্রতিভা বা মেধা বলতে কিছু্ই নেই। যা আছে সেটা পরিশ্রম আর একনিষ্ট  সাধনা। ভারতের রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম বলেছেন, ‘‘স্বপ্ন সেটা নয় যে তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যে তোমায় ঘুমোতে দেয়না।’’ যারা মন দিয়ে কাজ করতে পারেনা, তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভবঘটায়। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই সেখানে সবাই জয়ী হতে পারবে। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। তাই বলতে হয়, বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই নতুন জীবন। সেই মানুষই সবার চেয়ে সুখী যিনি আজকের দিনকে নিজের বলতে পারেন। আগামী কালের জন্য দুশ্চিন্তা করো না। ভবিষ্যৎতের জন্য তৈরী হওয়ার সর্বোৎকৃষ্ট পথ হল সমস্ত বুদ্ধি, ক্ষমতা আর আগ্রহ দিয়ে আজকের কাজ করে যাওয়া। অতীতকে নিয়ে কোন দুঃখ নয় ভবিষ্যৎ নিয়ে কোন আতঙ্ক নয় । আজকের দিনেই সবকিছু এতে রয়েছে জীবনের পরিপূর্নতা। কারণ গতকাল শুধু স্বপ্নময় আর আগামীকাল সেইতো কল্পনা, শুধু আজকের মধ্যে রয়েছে বেঁচে থাকার আনন্দ। আজ ভালভাবে বেঁচে থাকলে গতকাল সুখ স্বপ্নময় হয়ে উঠবে। আর আগামীকাল হবে আশায় ভরপুর। তাই আজকের দিনকে সান্দেহে গ্রহণ কর। যা ঘটে গেছে তাকে মেনে নাও। কারণ যা ঘটে গেছে তাকে মেনে নিলেই তবে দূভাগ্য অতিক্রম করা যায়।

মোঃ সোহেল আহমে্‌দ